এই ৩টি কাজ করলে মেয়ে আপনাকে দিন রাত মিস করবে : হ্যালো বন্ধরা, সবাই কেমন আছেন। আজকের এই আলোচনাতে আমি এমন ৩টি ট্রিক বলে দিব যা মানলে যেকোন মেয়ে আপনাকে সারক্ষণ মিস করবে। দিনরাত আপনার কথায় ভাববে হোক না আপনাদের মধ্যে ব্রেকআপ বা ঝগড়া-ঝাটি তবুও মেয়ে আপনাকে বার বার মিস করতে থাকবে তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনাতে যাওয়া যাক।
ট্রিক নাম্বার -১: আপনার প্রিয় মানুষটি যদি ফেসবুক, ইনষ্টাগ্রম বা সোস্যাল কোন মিডিয়া নিয়মিত ইউজ করে থাকে তাহলে আপনি আপনার আইডিতে যথেষ্ট পরিমানে ফটো আপলোড করে রাখতে পারেন। তাতে সে ফেসবুক চালাকালীন সময় যদি আপনি তার নজরে পড়েন অবশ্যই সে আপনার কথা ভাববে আপনাকে মিস করবে।
আর যদি আপনাদের মাঝে ব্রেকআপও হয়ে থাকে তবুও সে আপনাকে দেখা মাত্রই পূর্বের স্মৃতিতে ফিরে যাবে। আর আপনার সাথে কথা বলার চেষ্টা করবে। এটা স্বাভাবিক যে আপনি অনেক দিন হলো যদি কোন জিনিষ না দেখেন বা তার সম্পর্কে কোন খোঁজ খবর না রাখেন তাহলে ধীরে ধীরে সেই জিনিষটাকে বা তাকে ভুলে যাবেন। আর যদি সেই জিনিষটি আপনার নজরেই থাকে বা কাছাকাছি তাহলে তাকে ভুলে যাওয়া অনেক কঠিন।
তাই আপনি যদি চান মেয়ে যেন দিন রাত আপনাকে মিস করে তাহলে অবশ্যই আপনার প্রোফাইলে কিছু হ্যান্ডসাম ফটো আপলোড করতে থাকুন দেখবেন মেয়ে আপনাকে দেখবে আর দিনরাত মিস করতে থাকবে। আর যদি মেয়ে ফেসবুক ইনস্টাগ্রম বা কো সোস্যাল মিডিয়া ইউজ না করে থাকে তাহলে আপনি ট্রিক নাম্বার ২ ট্রাই করে দেখতে পারেন।
ট্রিক নাম্বার -২: ইউজফুল কিছু গিফট করতে পারেন। যেমন ধরুন: আপনি তাকে একটা হ্যান্ড ওয়াচ বা হাত ঘড়ি কিনে দিলেন বা একটা বেসলেট কিনে দিলেন তাতে সে যখনি সেটা ব্যবহার করবে তখনি আপনাকে মিস করবে কেননা সেই জিনিসটি আপনি তাকে গিফট করেছেন এরকম ছোট ছোট আরো কিছু গিফট তাকে দিতে পারেন।
যেমন হতে পারে: বড় একটা টেডি বিয়ার যা সে সব সময় নিজের ঘরে রাখবে। আর ঘুমানোর সময় নিজের অনেক কাছে, এতে সে যখনি সেই ঘরে ঢুকবে তখনি আপনার কথা মনে করবে। এভাবে আপনি তাকে অনেক প্রকার ছোট ছোট গিফট দিয়ে আপনাকে সারাক্ষণ মিস করাতে পারেন।
ট্রিক নাম্বার -৩: অনলাইন ইউজ করেনা এমন মেয়ে বর্তমান খুব কমি পাওয়া যাবে। আর যদি ইউজ না করে থাকে, কিন্তু অবশ্যই চায় ফেইসবুক বা ইনষ্টাগ্রাম, ইমো ব্যবহার করতে তাহলে আপনি তাকে সেই ফেইসবুক অ্যাকাউন্টটি খুলে দেওয়ার সময় পাসওয়ার্ডটিতে আপনার নাম ইউজ করে খুলে দিলেন। তাহলে সে যখনি ফেসবুকে ইউজ করতে যাবে, তখন অবশ্যই পাসওয়ার্ডে আপনার লিখতে হবে আর সেই সময় সে অবশ্যই আপনাকে মিস করবে।
এভাবে পাসওয়ার্ড বা বিকাশের পিন বা প্রতিদিন ব্যবহার হয় এমন গুরুত্বপূর্ণ জিনিসে আপনার নাম জুরে দিলেন তাহলে সে অবশ্যই সব সময়ের জন্য আপনাকে মিস করবে। এরকম হাজারো উপায় আছে গার্লফ্রেন্ডকে মিস করানোর। সো যদি আপনার এগুলো দিয়ে যদি আপনার কাজ না হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। নতুন আলোচনা নিয়ে আবার কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন গুড বাই।