তুমি শুধু টাকা কামাও সম্পর্ক মানুষ নিজে বানাবে: যত সময় তুমি নিজের উপরে কাজ করবে না তত বেশি সময় তুমি আরও বেশি টাকা কামাতে পারবে না। তোমার ইনকাম কখনোই তোমার পার্সোনালিটির উপরে যাবে না। অনেক মানুষকে তুমি বলতে শুনবে যে আমার যোগ্যতা তো আছে কিন্তু সেই হিসেবে আমি টাকা ইনকাম করতে পারি না। কিন্তু কঠিন সত্য যেটা একটি মানুষ তার যোগ্যতার সমান সমানি টাকা ইনকাম করে। তার যতটা আশা দরকার ততটাই আসছে।
কিন্তু যদি সে ইনকাম বাড়াতে চায় তাহলে মেহনাত বাড়ানোর জায়গায় নিজের উপরে কাজ করা চালু করতে হবে। আর নিজের উপরে কাজ করার অর্থ হচ্ছে পার্সোনাল ডেভলোপমেন্ট। যদি সারা দুনিয়ার অর্থ এক জায়গায় করা হয় এবং সেগুলো পূথিবীর সমস্ত মানুষের সাথে সমান ভাগে ভাগ করে দেওয়া হয় তাহলে আগামী তিন বছরের মধ্যে সেগুলো আবার সেখানে ফিরে যাবে যেখান থেকে সেগুলো বার হয়েছিল। পয়সা কামানো আর পয়সাকে সামলে রাখা দুটো সম্পূর্ণ আলাদা আলাদা জিনিস।
তুমি হয়তো শুনে থাকবে বা তোমার আশেপাশে দেখে থাকবে যে কোনো একদিন ওই মানুষটি ভীষণ ধনী ছিল হ্যাভি লাইফ স্টাইল ছিল কখনো তারও একটা সময় ছিল কিন্তু আজ তার অবস্থা ভীষণ খারাপ দেখার মতন না। এ রকম কেন হয়। যে কোনো এক সময় একটি মানুষ ভীষণ ধনী ব্যক্তি থাকা সত্বেও কোন এক সময় সে রাস্তায় চলে আসে। এটা জানা ভীষণ জরুরী যে উপরে থাকা সত্বেও সে কিভাবে আবার নিচে নেমে যায়। এর ভেতরের আসল ঘটনাটি কি? আর সেটা হলো পার্সোনাল ডেভলোপমেন্ট। সে তার নিজের উপরে কাজ করা বন্ধ করে দিয়েছে। তুমি যত সময় নিজের উপরে কাজ করবে না তত সময় যতটা আসছে তার থেকে বেশি আসবে না। আর নিজের উপরে কাজ মিনস লার্নিং রিডিং।
যদি তুমি আরও এগাতে চাও তাহলে you have to learn something new. আরও বেশি করে টাকা ইনকাম করতে চাও তাহলে সেই ফিল্ডের আর বেশি নলেজ গেইন করো। পার্সোনালিটি ওয়েজ যদি গ্রো করতে চাও তাহলে you have to learn বিনা শিখে এগানো সম্ভব না। তুমি আজ যতো টাকা ইনকাম করছো বা যে পজিশনে আছো তোমার কাছে নলেজ ঠিক সেই লেবেলেরি আছে। যদি তুমি তার থেকেও বেশি ইনকাম করতে চাও তাহলে ভাই টাকার পিছনে দৌঁড়িও না আগে নিজের ভিতরে নলেজ বাড়াও। টাকা অটোমেটিক তোমার পিছনে আসতে শুরু করে দেবে।
কারণ আমাদের ইনকাম আর আমাদের যোগ্যতা দুটোই একই লেবেলে চলতে থাকে। Without improve yourself income will never increase. কখনো কখনো আমাদের যোগ্যতা থেকে বেশি টাকা আমাদের কাছে চলে আসে। কিন্তু যদি তোমার যোগ্যতা টাকার সমান সমান না করে তোলো তবে সেটা অল্প কিছু দিনের মধ্যে চলে যাবে। আমরা অনেকেই এটা ভাবি যে যত বেশি সময় কাজ করবো তত বেশি টাকা ইনকাম করতে পারবো।
কিন্তু এটা সম্ভব না। কারণ ২৪ঘন্টার বেশি একটা মানুষ কখনোই সময় পায় না। আর দশ থেকে বারো ঘন্টার বেশি একটা মানুষ কাজও করতে পারে না। কিন্তু কিভাবে আমরা আরও বেশি টাকা ইনকাম করতে পারি। আর সেটা হলো ভ্যেলু বাড়িয়ে। নিজের ভ্যালু বাড়িয়ে এমন অনেকেই যারা একটি কম্পানিতে চাকরী করে ৮ঘন্টা কাজ করে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করে। আর সেই টাকাতে কোন রকমে তার সমস্ত খরচ চালাতে হয়। তার কাছে হয়তো কম্পানিটি ততো ভালো না। কারণ কোম্পানি তাকে অনেক কম মাইনে দেয়।
কিন্তু এটা পুরোপুরি সঠিক না কারণ কোম্পানির দশ হাজার টাকা মাইনে শুধু তাকে দেয়। কিন্তু ওই কম্পানিতে ওই একই জায়গায় কেউ বিশ হাজার পায় আবার কেউ পঞ্চাশ হাজার টাকাও মাইনে পায়। Depend on their value অর্থাৎ সময় আর টাকার অনুপাত কখনো সমান হয় না। কারণ টাইম তো সবাই একি আট ঘন্টা করে দিয়েছিল। সবাই আট ঘন্টা সেখানে কাজ করেছিল। কিন্তু কেউ সেখানে দশ হাজার টাকা ইনকাম করেছে আবার কেউ সেখান থেকে পঞ্চাশ হাজার টাকাও ইনকাম করেছে।
কিন্তু কেন? কারণ কেউ দশ হাজার টাকার ভ্যেলুর মানুষ আর কেউ পঞ্চাশ হাজার টাকার ভ্যেলু ওয়ালা মানুষ। অর্থাৎ বেশি টাইম বাড়িয়ে বেশি টাকা ইনকাম করা সম্ভব না কিন্তু নিজের ভ্যেলু বাড়িয়ে সেটা করা সম্ভব হবে। so increase your value increase your income. যদি তুমি তোমার ভ্যেলু না বাড়াতে থাকো তাহলে তোমার আশেপাশে সেই মানুষগুলোকে দেখতে পাবে যারা কখনো তোমাকে ভ্যেলু দেবে না। মূল্য যেটা তুমি ব্যয় করো ভ্যেলু যেটা তুমি ফিরে পাও।