নিজের অনুপ্রেরণা হোন নিজেই

নিজের অনুপ্রেরণা হোন নিজেই: কেউ বলে বেচারা কেউ বুঝিয়ে দেয় তুমি অপেয়া। কেউ কথা বলতে চায় না সবার সামনে কেউ কথা শুনতেও চায় না তোমার। তোমাকে এক ঘরে করে দেয় সবার কাছ থেকে। তোমাকে আলাদা চোখে দেখে সবার মাঝ থেকে। তারা গুরুত্ব তাদের দিচ্ছে যাদের স্টাটাস তাদের সাথে মিলছে। তোমাকে গুরুত্ব দিচ্ছে না কারণ তাদের স্টাটাস যে তোমার সাথে মেলে না। কাজের সময় তুমি আর কাজ ফুরিয়ে গেলে তাদের কাছে তোমার গুরুত্বটাও ফুরিয়ে যায়

আশায় থাকো তাদের সাথে কথা বলার জন্য। পাগলের মতো তাদের পিছনে পড়ে থাকো। তারা চাইছে না তোমাকে সময় দিতে। তারা চাইছে না তোমার সাথে কথা বলতে। তাও তুমি তাদের পিছনেই পড়ে রয়েছো। তুমি কি জানো তোমার এই প্রত্যেকটা আচরণ তাদের কাছে কতটা হাস্যকর হচ্ছে। তাদের তোমার ভেলু কতটা কমে যাচ্ছে। কারণ যদি এটা হয় যে তোমার স্টাটাস তাদের সাথে মেলে না তাই তারা তোমাকে সময় দিচ্ছে না। তাই তারা তোমাকে পাত্তা দিচ্ছে না। তাই তারা তোমাকে ইগনোর করে যাচ্ছে। তো থামো এবার। অনেক হয়েছে আর কত নিচে নামতে চাও তুমি।

নিজের সেলফ রিসপেক্ট কতটা হারাতে চাও তুমি। আরে তুমি মানুষ কোন রাস্তার কুকুর নয়। যে কেউ আসবে আর তোমাকে যা তা বলে চলে যাবে তাও তুমি তাদের পিছনে ঘেউ ঘেউ করবে। তুমি মানুষ হয়ে নিজের সম্মান হারাচ্ছো। কোথায় তোমার সেই attitude. যে attitude তুমি তোমার মাকে দেখাও। যখন তোমাকে ২ মিনিট আগে খেতে ডাকে। কোথায় তোমার সেই smartness. যে smartness দেখানোর জন্য তোমার বাবার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে নিজের জামা কাপড় কিনেছো। smartness attitude এগুলো পোষাক আশাকে আসে না।

সেটা behavior আর body language এ থাকে। বার বার ছোট হচ্ছো কারও কাছে। বার বার চেসে কথা বলতে চাইছো কারোর সাথে। বার বার একটা বেচারাতে পরিণত হচ্ছো তমি। কাজে লাগছে তোমার দামী পোষাক। কাজে লাগছে তোমার সেই দামী ফোন। কাজে লাগছে কি আদৌ সেই দামী বাইক। এগুলো রিয়েলিটি বাইক DSLR এগলোর পিছনে মেয়েরা দৌড়াও না। যেটা ভেবে তুমি নিজেকে স্মাট মনে করছো সেটা কিছুই নয়। নিয়ে আসো তোমার মধ্যে সেই attitude.

যখন কেউ পাত্তা দেবে না। আর এটা ভেবে তোমার কোন সময় নষ্ট হবে না। নিয়ে আসো নিজের মধ্যে সেই smartness যেটা তোমার পোষাক আশাকে নয় তোমার আচরণে মানুষ বুঝবে। তোমার মানুষের সাথে ব্যবহার দেখে মানুষ দেখবে। নিয়ে আসো নিজের মধ্যে self-respect. কারণ যে নিজেকে respect করতে পারে না। তাকে কেন কেউ respect করবে। তুমি যা তা নয় তুমি তো জাহান। তুমি পরিশ্রম কর নিজেকে এগিয়ে নিয়ে যেতে। তোমার বাবা মা তোমাকে পরিশ্রম করে মানুষ করেছে। কারোর কাছে সময়ের ভিক্ষা চাওয়ার জন্য নয়। কারও কাছে ছোট হওয়ার জন্য নয় বড় কিছু করার জন্য। যখন তোমার মনে হবে তোমার self-respect তুমি হারাচ্ছো তখন বেরিয়ে আসো সেখান থেকে।

যখন তুমি বুঝতে পারবে কেউ সময় দিতে চাইছে না তোমাকে। তাকে জোর করো না সময় দেওয়ার জন্য। নষ্ট করো না এটা ভেবে নিজের সময় যে কেন সে আমায় সময় দিচ্চে না। আরে কি আছে দিচ্ছে না তো দিচ্ছে না। কারণ তারা বুঝেছে তোমার মধ্যে সেই কোয়ালিটিটা নেই যেটা তারা চায়। নিজের attitude টা বের করো এই জায়গায়। পরিশ্রম করো সেই কোয়ালিটিটা নিজের পায়ের তলায় আনার। তোমার attitude define করবে তুমি ভীতু হবে না অভি।

Leave a Comment