প্রেমের ব্যর্থতাকে জীবনের সফলতা বানাও

প্রেমের ব্যর্থতাকে জীবনের সফলতা বানাও: বুকে আঘাত লেগেছে এটা একবার শোনো। এখনকার টেন্ডিং বিষয়টি হলো ব্রেকআপ যার কারণটি হলো Love. এটা ‍আজ ম্যাক্সিমাম ছেলেমেয়েদের জীবনেই ঘটে চলেছে। এই attraction of love যেটা ধীরে ধীরে পরিণত হতে থাকে একটি রোগে। যার কারণে আমরা ভুলেই যাই আমাদের জীবনের সবথেকে বড় পারপাস গুলোকে এবং তৈরি হতে থাকি একটি মানসিক রুগিতে।

আজকের আলোচনাটি সেই সমস্ত ছেলেমেয়েদের জন্য যাদের ভালোবাসা হয়ে গিয়েছে ব্রেক এবং তারা তাদের জীবন হয়ে উঠেছে ফ্রাস্টেড। যারা এখন সকল সময় একলা থাকতে চায়। ভালোবাসার কথা শুনলেই তার মাথাই রাগ চড়ে যায়। তারা পুরনো স্মূতি গুলোকে ভোলার চেষ্টা করে। কিন্তু কিছুতেই সেগুলো মন থেকে সে মুছতে পারে না। আর এ রকম পরিস্থিতিতে আমরা ভুলেই যাই নিজের জীবনের যত্ন নিতে। সারাদিন দেখতে থাকি ইমোশনাল পোস্ট আর sad ভিডিওস। আর সেগুলোকেই বেশি বেশি করে সোস্যাল মিডিয়াতে করে থাকি আমরা শেয়ার।

কিন্তু তাদের প্রত্যেকের কাছেই আমার একটা প্রশ্ন আছে। তুমি কেন এ রকমটা করছো। একটি মেয়ের জন্য তুমি হয়ে গিয়েছ দেবদাস সেটা সবাইকে কেনো প্রুভ করে দেখাচ্ছে। এখানে তোমার দুঃখ কষ্ট দেখে কারোর কোন কিছুই এসে যায়না ভাই। এটা তোমার দুনিয়া তোমাকে নিজেই এখানে খুশি থাকতে হবে। কারণ তোমার জীবনে কেউ আসার আগে যখন তুমি খুশি ছিলে। তাহলে কেউ যাওয়ার পরও তুমি খুশি থাকো। এটা ব্রেকআপ না জীবনে আসা আর পাঁচটা কষ্টের মতন তুমি এটাকে দেখো। সেই ছেড়ে চলে গিয়েছে তো যেতে দাও ধোকা দিয়েছে তাতেও কোন ব্যাপার না। এক সাথে জীবন কাটানোর স্বপ্ন দেখেছিলে জাস্ট ইগনোর ইয়ার।

তার কোন ফটোও যদি তোমার কাছে থেকে থাকে তাহলে সেটাকে কোথাও হারিয়ে ফেলো। ওকে নিয়ে আবারো ভাবনা চিন্তা করে কেন তুমি তোমার সময় নষ্ট করছো। আরে বন্ধ করে দাও ভাই যদি এখনো তুমি তার ফিরে আসার স্বপ্ন দেখে থাকো। কারণ এখন করতে হবে মেহনাত নিজেকে আরো স্ট্রং বানানোর জন্য। জিমে গিয়ে ঝড়াতে হবে ঘাম নিজেকে ফিট রাখার জন্য। অনেক ভেবেছো তার সম্বন্ধে আর নিজের মাইন্ডকে করেছো ডিস্ট্রক্ট। এবার ফোকাস করো নিজের ক্যারিয়াবে আর সফলতাকে করো এট্রাক্ট। কারণ যে তোমাকে ছেড়ে গিয়েছে সেও যেন এটা বুঝতে পারে। যে তাকে ছাড়াই তুমি তোমার জীবনে করতে পারো কামব্যাক। ভাই এখন কান্নাকাটি করে টাইম নষ্ট করলে চলবেনা। Because you are not a loser. তোমাকে তোমার জীবনে কিছু করে না দেখালে হবে না।

নেগেটিভিটি আর তার স্মূতিগুলো থেকে নিজেকে স্বাধীন করো। অনেক waste করেছো তোমার সময় সেটাকে এবার utilize করো। মনে রেখো এ রকম অনেক আসবে বাবুসোনা জানু বলার মতন একটি হানি। যখন লাইফে হবে সাকসেস আর পকেটে থাকবে মানি। তখন সবাই তোমাকে ভালোবাসবে সবাই তোমার অপেক্ষা করবে। যখন হার্ডওয়ার্ক করে নিজেকে স্বপ্নগুলোকে তুমি করবে সাকার। তো বন্ধু কোন মেয়ে বা কোন ছেলের জন্য নিজের স্বপ্ন গুলোর সাথে কখনো কম্প্রোমাইজ করো না। সময় অনেক কম সুতরাং ওঠো আর নিজের স্বপ্ন ‍গুলোকে রিয়ালিটি করো। যদি জেগে যাও সঠিক সময়ে।

তাহলে অবশ্যই তুমি তোমার জীবনে কিছু না কিছু করতে পারবে। নয়তো গোটা জীবনটাই দেবদাস হয়ে থেকে যাবে। আর শেষে আফসোস করতে করতে মারা যাবে। আমি জানি এগুলো বলা অনেক সহজ কিন্তু করা একটু কঠিন। ভাই আমার জীবনেও কিছু এমন ঘটনা ঘটেছে। আর সেই অভিজ্ঞতা গুলো লিখে তোমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে। চলো আরো দু লাইন এক্সাট্রা তাতে কি হয়েছে যদি সে তোমাকে ছেড়ে চলে গিয়েছে। এতদিনের তৈরি সম্পর্ক ভেঙ্গে গিয়েছে। এক সাথে সারা জীবন কাটানোর কথা দিয়েছিল। কিন্তু এক মুহূর্তেই সবকিছু উল্টে দিয়েছে। ও বদলে গিয়েছে তো কি হয়েছে তুই নিজের জন্য দ্বিতীয় আরেকটি ঘর বানা। সে টাকার জন্য তোকে ছেড়ে গিয়েছে তুই গোটা শহরটাকে নিজের বানা। সূর্য্য ডুবে গেলে কখনো মন খারাপ করো না। কারণ তাহলে তারাই ভরা রাতের সুন্দর আকাশটিকে তুমি অনুভব করতে পারবে না।

Leave a Comment