মেয়েদের আকৃষ্ট করার কিছু সহজ উপায়: অনেকেই বলে ভাই আমার মধ্যে তো সবগুণই আছে। দেখতেও খারাপ না + কথাও তো স্মার্টলিই বলি। তারপরেও মেয়েদের আকৃষ্ট করতে পারছি না। পাশ দিয়ে গেলেও সহজে মেয়েরা আমার দিকে তাকাই না। এখন কি করলে যেকোন মেয়ে আমাকে দেখে আমার দিকে তাকিয়ে থাকবে। আমার সাথে পরিচিত হওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়বে। যারা এই প্রশ্নগুলো মনে মনে করেন বা মনে মনে চান যে আপনাকে দেখা মাত্রই মেয়ে যেন আকৃষ্ট হয়। তাদের জন্যই আজকের আলোচনা। তো চলুন জেনে নেওয়া যাক যে আসলেই কি কাজ করলে মেয়েদের আকৃষ্ট করা যায়।
নাম্বার -১: ভিন্ন ধরণের চিন্তা ভাবনা করুন: দেখবেন প্রতিটি মানুষই পুরাতন জিনিষের থেকে নতুন জিনিসের প্রতি আকৃষ্ট বেশী হয়। দেখবেন মার্কেটে যখন নতুন কোন ফোন আসে সেটি কেনার জন্য সবাই ঝাপিয়ে পড়ে। ঠিক তেমনি নতুন কোন গানই হোক বা সিনেমা সেটি দেখার জন্য সবাই পাগল হয়ে পড়ে। আর এটিই হলো ভিন্নতা। প্রতিটি ছেলেই মেয়েদের ইমপ্রেস করতে বা পটাতে যেভাবে চেষ্টা করে। আর আপনিও যদি তাদের মতো করেই চেষ্টা করেন তাহলে দেখবেন মেয়ে আপনাকে পাত্তাই দিবেনা।
কারণ আপনি অন্য ছেলেদের মতই পিছে পিছে ঘুরছেন। তাই আপনাকে আপনার পছন্দের মানুষটিকে আকৃষ্ট করতে বা তাকে পটাতে অবশ্যেই ভিন্ন ধরনের এবং নতুন কিছু করতে হবে যা অন্য ৮-১০ টা ছেলেরা করেনা। যেমন: পাড়ার সব ছেলেরাই দিনরাত এক করে আপনার পাশের বাড়ির মেয়েকে পটানোর চেষ্টা করছে। প্রতিদিন হয় একজন ফুল নিয়ে দাঁড়িয়ে আছে না হয় আরেকজন বড় একটা গিফটের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। কখন সে আসবে আর প্রেম নিবেদন করবে তারা। তাদের মত প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে না থেকে বাসায় বসে মাঝে মাঝে তার সাথে মিষ্টি করে কথা বলুন, তার খোঁজ খবর নিন, যদি কোন হেল্প লাগে সেটি করার চেষ্টা করুন।
যখনি আপনি এগুলো করবেন তাতে মেয়ে একবারের জন্য হলেও আপনার কথা ভাববে আর আপনার প্রতি তার আকর্ষণটাও বাড়বে। কারণ সবাই তো দাঁড়িয়েই থাকে সেখানে আপনি সবার থেকে আলাদা। তাই সহজেই সে আপনার প্রতি আকৃষ্ট হবে। মেয়েদের আকৃষ্ট করতে অবশ্যই আপনাকে হাসি খুশি থাকতে হবে।
নাম্বার -২: ফ্রি মাইন্ডে মিশা: এমনো হয় যে আপনি যাকে পছন্দ করেন সে আপনাকে চেনেই না। বাকি ছেলেদের মতই চিনে যারা কিনা দূর থেকে লাইন মারে বা হঠাৎ এসে পটাতে প্রপোজ করে যায়। এরকম ছেলে মেয়েদের পিছে অনেক থাকে। আর আপনিও যদি তাদের মতনি হোন তাহলে সে আপনাকে ভালোভাবে চিনবে কি করে। তাই আপনাকে আগে তার সাথে ভালোভাবে পরিচিত হতে হবে ফ্রিলি কথা বলতে হবে। যাতে সে আপনাকে ভালো ভাবে চিনে ও জানে। এখানে আপনি অবশ্যই মাথায় রাখবেন প্রথম দেখাতেই কোন ভাবেই প্রপোজ তো দূরের কথা সেভাবে তাকাবেনও না।
যাতে সে বুঝতে পারে আপনি রাস্তার ছেলেদের থেকে একদমই আলাদা। মনে রাখবেন অপরিচিত ছেলেদের হঠাৎ ভালোবাসার প্রস্তাব কোন মেয়েই গ্রহণ করেনা উল্টা তার উপরে রাগ হয় সেই ছেলেকে তারা লো কোয়ালিটির ভাবে। তাই আপনাকে আগে ভালোভাবে পরিচিত হতে হবে তারপর ধীরে ধীরে আপনাকে নয় মেয়েই আপনাকে লাইন দিবে।
নাম্বার -৩: মতলব প্রকাশ না করা: ধরুন, আপনার পছন্দের মেয়েটির সাথে আপনি গল্প করছেন। কিন্তু আপনি যেই বিষয়টি নিয়ে আলোচনা করছেন সেটিতে মনযোগ না দিয়ে শুধু তার দিকেই তাকিয়ে থাকেন। প্রপোজ করার মতো একটা ভাব দেখান আর মেয়ে এটি বুঝতে পায় যে আপনার গল্পের দিকে কোন মনযোগ নেই। মনযোগটা আপনি তার দিকে দিয়ে ফেলেছেন তখন মেয়েটি আপনার উপরে একটা মতলববাজ অভিযোগ করে।
তাই আপনি তাকে যেই গল্প বা জোকস শুনাচ্ছেন তার প্রতি মনোযোগ দিন। সেটি সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করুন। আর সেটি শুনে যদি তার ভালো লাগে তবেই তো সে আপনার প্রতি আকৃষ্ট হবে তাইনা। সো নিজের কাজটা মনোযোগ দিয়ে করুন দেখবেন অন্যের দৃষ্টি আপনার উপর পড়বেই। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী নতুন কোন আলোচনা নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।