মেয়েদের সাথে কথা বলার ৫টি বিষয় 

মেয়েদের সাথে কথা বলার ৫টি বিষয়: হঠাৎ কোন মেয়ের সাথে দেখা হয়ে গেল বা ফেসবুকে কোন মেয়েকে আপনার ভালো লেগে গেল বা কোন মেয়ে আপনাকে লাইন দিচ্ছে। আপনাদের মধ্যে একটু হাই-হ্যালো হয়ে গেছে কিন্তু এরপর আপনি কোন বিষয় নিয়ে তার সাথে কথা বলা শুরু করবেন সেটাই ভেবে পাচ্ছেন না। 

তো আজ আমি কথা বলবো মেয়েদের সাথে যে ৫টি বিষয় নিয়ে কথা বলবেন বা যে ৫টি টপিক নিয়ে কথা বললে মেয়েরা আপনার উপর ফিদা হয়ে যাবে। এবার চলুন মূল আলোচনাতে যাওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ওয়েব সাইড বিনাপানি.কম। 
#৫: আজকের দিন আপনার কেমন কাটলো? আমি আবারো বলছি যেই মেয়ের সাথে আপনার ২-১ দিন কথা হয়েছে বা হাই হ্যালো হয়েছে সেই মেয়ের সাথে আপনি এই টপিক বা বিষয়গুলোতে কথা বলতে পারেন। যেন এমন না হয় যে প্রথম দেখাতেই বা প্রথম কথাতেই আপনি তাকে বলে ফেললেন যে আজকের দিনটি আপনার কেমন কাটলো। তাহলে মেয়ে আপনাকে আবাল ছাড়া কিছুই ভাববেনা। প্রতিটি মেয়েই চায় যে সে কারো সাথে তার সারাদিনের মজার বিষয়গুলো শেয়ার করতে। জানো, আজকে এটা হইছে সেটা হইছে, আজকে আমার এক ফ্রেন্ডের জন্মদিন ছিলো সেখানে আমরা অনেক মজা করছি। সেখানে তো একটা ছেলে আমার উপড় ক্রাশ খেয়েই গেছিল সারাক্ষণ আমার দিকে তাকায় ছিল। আবল তাবল আরো অনেক কিছু সে এই বিষয়গুলো কিন্তু তার কোন বান্ধবী বা ভাই বা অন্য কাউকেনা কাউকে অবশ্যই শেয়ার করতো। আর সেই জায়গাটাই আপনাকে দখল করতে হবে। আর একবার যদি আপনি সেই জায়গাটা নিতে পারেন তাহলে ১০০% মেয়ে যে কোন বিষয় আপনাকে না বলে থাকতেই পারবেনা। 
#৪: হবি: আপনি তার সাথে তার হবি বা পছন্দ নিয়ে কথা বলতে পারেন। সে অবসর সময়ে কি কি করতে পছন্দ করে গান শুনতে পছন্দ করে না মুভি দেখতে না গল্পের বই পড়তে পছন্দ করে। গান শুনতে পছন্দ করলে তার ফেভরিট সিঙ্গার কে? কোন কোন গান তার বেশী ভালো লাগে ও ও এই গান? এই গানতো আমি হাজার বার শুনেছি, আমার ভীষণ ভালো লাগে। এভাবে আপনি তার সাথে কথা এগুতে পারেন দেখবেন ২-৩ ঘন্টা লাগাতার কথা বলে ফেলেছেন মনেই হবেনা। 
#৩: আচ্ছা তুমি লাস্ট কবে কোথায় ঘুরতে গেছিলে। ভাই আপনি হয়তো জানেন না যে মেয়েরা কতটা পরিমাণের ঘুরাঘুরি পছন্দ করে। ট্রাভেল করার জন্য মেয়েরা এতোটাই পাগল যে আপনি যদি তার সাথে এই ঘুরাঘুরি বিষয় নিয়ে কথা বলেন তাহলে দেখবেন সে মুহূর্তের মধ্যেই আপনার ২বছরের গার্লফ্রেন্ডের মতো বিহেফ করবে। আমি না সেই ৩ মাস আগে রাঙ্গামাটিতে ঘুরতে গেছিলাম জায়গাটা ভীষণ সুন্দর। আমার বার বার যাইতে ইচ্ছে করে তবে এবার যদি কেউ নিয়ে যায় তাহলে সেনমার্টিনে যাব। কি এবার বুঝলেন তো মেয়েরা ঘুরতে কতটা পছন্দ করে, শুধু পছন্দই করেনা এই বিষয় নিয়ে কথা বললে তার সাথে একদম কথায় জমিয়ে যায় তারা। তাই আপনি এই টপিকটি নিয়ে মেয়েদের সাথে লং টাইম কথা বলতে পারেন। 
# ২: তার ফ্যামেলি সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন। তার বাবা কি করে? তার মা কি করে? তার ভাই বর্তমান কি করছে? তার ছোট বোন কোন ক্লাসে পড়ে? তার কোন চাচাতো বোন বা মামাতো বোন সিঙ্গেল আছে কিনা? এরকম কিছু আবাল মার্কা প্রশ্ন করা থেকে দূরে থাকুন। কারণ এতে মেয়ে ভাববে আপনি নিশ্চয় কোন জঙ্গলি দলের সদস্য হবেন তাছাড়া এভাবে ইন্টারভিউ নিচ্ছেন কেন। তাহলে এবার আসুন তার ফ্যামেলি নিয়ে তাকে কি কি প্রশ্ন করবেন। বলতে পারেন যে আপনার ফ্যামেলিতে কে সব থেকে আপনাকে বেশী ভালোবাসে? কে আপনার খেয়াল রাখে বেশী? বাস এটুকু বললেই দেখবেন মেয়ে তার ফ্যামেলি সম্পর্কে আপনাকে সব কিছু বিনা দ্বিধায় বলে দিবে। আর সেই সুযোগে আপনি বলতে পারেন আপনি ছোট বেলাই আপনার ফ্যামেলির সাথে এক জায়গায় যেতে হঠাৎ একটা বড় আপু আপনার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছিল। এভাবে তার সাথে কথা চালিয়ে যেতে পারেন। 
#১: তার থেকে ফ্রিতে এ্যাডভাইস নেওয়ার সুযোগে কথা বলতে পারেন। মেয়েদের কাছে যদি আপনি কোন বিষয়ে পরামর্শ চান তাহলে দেখবেন সে মহাখুশি হয়ে যায় নিজেকে সেলিব্রেটি ভাবতে থাকে। আর এই সুযোগে আপনি তার সাথে কথা বলে অনেকটাই এগিয়ে যেতে পারেন। আপু আপনার কথাটা অনেক কাজে লেগেছে, আপনি তো অনেক ভালো পরামর্শ দিতে পারেন। তাইতো বাসার সবাই আমাকে বুদ্ধিমতি বলে ডাকে ওহ তাই। তো বন্ধুরা এই টপিকগুলো নিয়ে আপনারা মেয়েদের সাথে দ্বিধারছে কথা বলতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি আলোচনাটি ভাল লাগলে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে নতুন কোন আলোচনা নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Leave a Comment