মেয়েদের সাথে দুষ্টামি করার উপায়

মেয়েদের সাথে দুষ্টামি করার উপায়: হাই, আজকের আলোচনাতে আমি এমন কিছু ডায়লগ আপনাদের শেয়ার করবো যা আপনি আপনার প্রিয়তমাকে বললে সে আপনার সাথে মিষ্টি ঝগড়া করবে। এখন হয়তো আপনি ভাবাতেছেন যে, ঝগড়াতো ঝগড়াই। এটা আবার মিষ্টি কিভাবে হয়, চলুন তাহলে দেখে নেওয়া যাক মেয়েদের সাথে কিভাবে মিষ্টি ঝগড়া করা যায়। 
ডায়লগ নং -১: তোমাকে দেখলে মনে হয় চাঁদটা আকাশ থেকে নিচে নেমে এসেছে। তোমাকে দেখলে মনে হয় আমার মন বাগানে হাজার গোলাপ ফুটেছে। আর তুমি যখন আমাকে নাম ধরে ডাকো তখন মনে হয় আমার কলেজের ম্যাডাম এক্সাম নিতে এসছে। ডায়লগটি বললে মেয়ে ভালোবেসে বলবে ফাজিল একটা, দুষ্ট কোথাকার, মার খাবা কিন্তু। এরপর আপনাকে বুকে জড়িয়ে নিবে। 
ডায়লগ নং -২: এই ডায়লগটি আপনি যেই মেয়ের সাথে কয়েকদিন হলো কথা বলছেন তাকে পটানোর কয়েকদিন হলো কথা বলছেন তাকে পটানোর চেষ্টা করছেন তাকে বলতে পারেন। শুনছি প্রেমে পড়লে নাকি মানুষ রোমান্টিক হয়ে যায়। অনেক মূল্যবান সম্পত্তির মালিক হয়ে যায়। আরো শুনছি অনেকেই নাকি প্রেমে পড়লে ফকিরও হয়ে যায়। আমি ভাবছিলাম এগুলো যদি আমিও একটু ট্রাই করতে পারতাম। ডায়লগটি শুনলে মেয়ে মুসকি হাসিও দিবে সাথে আপনার মনের কথাও বুঝতে পাবে। 
ডায়লগ নং -৩: আজ তোমার অশ্রু বৃষ্টি হক নির্ঘুম কষ্টের রাত হক। মেসেজ রিপ্লে না করে আমার হৃদয়ে আঘাত দিয়েছিস? যা পাগলি, তোর সারা শরীরে চুলকানি হক। এই ডায়লগটি আপনি আপনার বান্ধবী বা বেষ্ট ফ্রেন্ডকে বলতে পারেন এতে সে আপনার সাথে দুষ্ট মিষ্টি ঝগড়া করবে। আর সারা রাত ধরে আপনার দুষ্ট ঝগড়ার কথা ভাববে।

আর সেই ভাবনাই আপনাকে তার মনের গহীন স্তরে পৌঁছিয়ে দিবে বুঝলেন তো তাহলে মিষ্টি ঝগড়া কাকে বলে আর কিভাবে করতে হয়। তো বন্ধুরা আশা করি আলোচনাটি আপনাদের ভালোলেগেছে। পরবর্তীতে নতুন কোন আলোচনা নিয়ে আবারো দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়ার রাখবেন গুড বাই। 

Leave a Comment