যে গুনের মেয়েরা প্রেমিকা হিসাবে সবচেয়ে উত্তম

যে গুনের মেয়েরা প্রেমিকা হিসাবে সবচেয়ে উত্তম : আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটা টপিক নিয়ে যা অন্যান্য টপিকের থেকে একদমি আলাদা। আর আজকের বিষয়টি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কেননা প্রেমে আমরা সবাই পড়ি, প্রেম আমরা সবাই করি। কিন্তু এটা অনেকেই জানিনা কেমন মেয়েদের সাথে প্রেম করা উচিৎ আর কেমন মেয়েদের সাথে প্রেম করা উচিৎ নয়। ভাই লাইফটানা আমাদের সবার কাছেই অনেক ইম্পর্টেন্ট অনেক গুরুত্বপূর্ণ। তাই এটিকে সহজেই বাজে মেয়েদের খপ্পরে পড়ে নষ্ট করা উচিৎ নয়। তাই আজ আমি আপনাদের জানাবো যে গুণগুলো থাকা মেয়েদের সাথে রিলেশন করলে আপনি হ্যাপি হবেন সারা জীবন সুখে থাকতে পারবেন। ব্রেকআপ, ডিফ্রেশন, ভালো কিছু করতে না পারা এসব আপনার জীবনে আসবেই না আশা করি। তাই আলোচনাটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়বেন।
পয়েন্ট নাম্বার -১: সরি বলা মেয়ে: যদি আপনার লাইফে এমন একটা মেয়ে আসে যে ভুল করে সরি বলে বা নিজের দোষ স্বীকার করে তাহলে আপনি হ্যাপি। দেখুন, একটা মানুষ কখন সরি বলে যখন সে কোন ভুল করে বা আপনাকে দেওয়া প্রতিশ্রুতি যখন রক্ষা করতে পারে না। তবেই একটা মানুষ সরি বলে আপনি হয়তো বা এটা জানেন যে মেয়েরা হাজার ভুল করলেও সেটা স্বীকার করেনা উল্টা ছেলেদের দোষ দেয়। সেখানে আপনার পছন্দের মানুষটি যদি কোন ভুল করার পরে বা আপনার রাগ থামানোর জন্য সরি বলে নিজেকে ছোট মনে করে  তাহলে কথা দিচ্ছি আপনার মতো সুখি আর কেই হবেনা। এমন মেয়ে যদি আপনার আশেপাশে থাকে যার সরি বলার অভ্যাস আছে তাহলে এই সুযোগ কোন ভাবেই মিস করোনা। একবার পটাতে পারলে আপনি সুখে থাকার সার্টিফিকেট পাবেন। তবে হ্যাঁ শুধু সেই সরি বললেই হবে না, আপনাকেউ সরি বলার অভ্যাস করতে হবে। তবেই আপনাদের রিলেশনশিপটা সুখের হবে। 
পয়েন্ট নাম্বার -২: সংকোচবোধ করা মেয়ে: ধরুন আপনি কোথাও তাকে নিয়ে ঘুরতে গেছেন। ঘুরাঘুরি খাওয়া দাওয়া শেষে আপনি তাকে একটা ফোনের শো-রুমে নিয়ে গেছেন তাকে একটা ফোন কিনে দিবেন বলে। কিন্তু যেই ফোনটা তার পছন্দ হইছে সেটার দাম অনেক বেশী মেয়েটি বুঝতে পারতাছে আপনার কাছে এতো টাকা নেই। তাই সে অন্য একটা ফোন পছন্দ করলো যেটার দাম অনেক কম বা অন্যদিন নিবো বলে আপনাকে নিয়ে চলে এলো। এই যে একটা সংকোচ বোধ যে আপনার কাছে টাকা নেই থাক অন্যদিন নিব বা আমিও কিছু টাকা দিব ২ জন মিলেই নিবো। এরকম মানসিকতার যদি কোন মেয়ে আপনার গার্লফ্রেন্ড হয়ে থাকে বা গার্লফ্রেন্ড বানাতে পারেন তাহলে আপনি নিশ্চিত হ্যাপি থাকবেন। কারণ কি জানেন সে অন্য মেয়েদের মতো নয় যে আমার আই ফোন লাগবে ক্যামেরা লাগবে এটা লাগবে সেটা লাগবে আজ এ গিফট কাল ও গিফট। না দিলেই ঝগড়া-ঝাটি সে আপনাকে বোঝাবে আপনার পরিস্থিতিটা সামলিয়ে নিবে। রিলেশন চলাকালিন অবস্থায় যদি কোন প্রবলেম হয় সেটিকে সামলিয়ে নিয়ে আগের মতো হতে পারবে।
পয়েন্ট নাম্বার-৩: সাপর্ট করার মানুষিকতা থাকা মেয়ে: হয়তো বা আপনি কিছু করতে চাচ্ছেন কিন্তু সহজে পাচ্ছেন না বা সেই কাজটি করতে কেউ আপনাকে সাপর্ট করছেনা। আপনিই শুধু বার বার ফোন দিয়ে টাকা শেস করছেন সে এটা নিয়ে কোন চিন্তাই করছেনা একদিন কথা না বলতে পারলে আপনাকে ভুল ভাবছে ইত্যাদি ইত্যাদি। তার মানে আপনাকে সে কোন ভাবেই সাপর্ট করছেনা। এমন মেয়ে আপনার লাইফটা হেল করে দিবে। কিন্তু মেয়েটা যদি এমন হয় যে আপনার সব কাজেই আপনাকে সাপর্ট করে উৎসাহ দেয় তুমি পারবা চেষ্টা করো। কেউ না থাকলেও আমি তোমার পাশে আছি তার কাছে যখন টাকা থাকে সেও আপনাকে ফোন দিয়ে সাপর্ট করছে যাতে আপনার টাকা শেষ না হয়। এভাবে পাশে থেকে সাপর্ট করা মেয়ে যদি আপনার লাইফে আসে তাহলে কথা দিচ্ছি আপনি সারা জীবন হ্যাপি থাকতে পারবেন। 
পয়েন্ট নাম্বার -৪: ফ্যামেলির বিষয়ে শেয়ার করা মেয়ে: একটা মানুষ তখনি আরেকটা মানুষকে তার ফ্যামেলি সম্পর্কে জানায় যখন সে তাকে আপন বা ফ্যামেলির একজন মেম্বার ভাবে। আর এরকম মেয়ে পাওয়া বর্তমানে অনেক টাপ হয়ে গেছে। কারণ মেয়েরাও আজ মিথ্যা প্রেমের অভিনয় করতে অনেক পারদর্শী। তাই যদি কোন মেয়ে আপনাকে তার ফ্যামেলি সম্পর্কে বলে বা সব বিষয়ী শেয়ার করে। যেমন: আজ আমার বড় আপুও তার হাসবেন্ডকে নিয়ে একটু ঝামেলা হইছে বাসার সবাই এটা নিয়ে একটু টেনশনে আছে। এরকম পরিবারের সব বিষয়ি আপনার সাথে শেয়ার করে এরকম মেয়ে আপনার জন্য অনেক লাকি।

তাই সব শেষে এটাই বলবো যে রিলেশন করার আগে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। যদি মেয়েটি এরকমটা না হয় তাহলে বোঝানোর চেষ্টা করবেন যদি তাতেও কাজ না হয় তাহলে বোঝবেন সে আপনাকে সুখ দিতে নয় কষ্ট দিতেই এসেছে। সো যত তাড়াতাড়ি পারেন কেটে পড়বেন তা না হলে সারা জীবন আফসোস করতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি। আলোচনাটি ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী নতুন কোন আলোচনা নিয়ে আবারও কথা হবে সে পর্যন্ত ভাল থাকবেন সুস্থ থাকবেন।

Leave a Comment