মেয়েদেরকে আকর্ষণ করার সেরা উপায় 2024: মেয়ে আকর্ষন করার সেরা উপায় 2024: ছেলেদের যে ৩টি জিনিষ দেখে মেয়েরা নিজেকে ধরে রাখতে পারে না। ভাই! আমরা অনেক আলোচনায় এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি যে মেয়ে কিভাবে পটাতে হয়, মেয়ে না পটলে কি করবেন, কখন মেয়ে পটানোর সঠিক সময় আরও অনেক কিছু।
কিন্তু আজ আমি আলোচনা করবো একদমই নতুন একটা বিষয় নিয়ে যে ৩টি জিনিস মেয়েরা ছেলেদের মধ্যে দেখলে এক সেকেন্ডও ধরে রাখতে পারে না। সাথে সাথে তারা উল্টা পাল্টা বিহেভ করতে থাকে, নার্ভাস হয়ে পড়ে বা বার বার ঘুরে ঘুরে তাকায় আর আপনাকে বুঝায় তার কাছ থেকে কি চায়? সেই তিনটি জিনিস কি? যা দেখলে মেয়েরা নিজেকে ঠিক রাখতে পারে না। তা জানার জন্য পুরো আলোচনাটি মনোযোগ সহকারে দেখতে হবে।
পয়েন্ট নাম্বার -১: ফিজিক্যাল এট্রাকশন। মেয়েদের এতে কিছুই যায় আসে না যে আপনি কেমন ছেলে আপনি কোন কোয়ালিটির আপনি কতটা হারাম খোর। তাহলে চলুন আসলে ফিজিক্যাল এট্রাকশন আসলে কি? ফিজিক্যাল এট্রাকশন মানে হল শারীরিক আকর্ষণ যার মধ্যে আপনার হেয়ার স্টাইল, পোষাক-আশাক, আপনার হাতের ঘড়ি, আপনার পারফিউম, আপনার বডি ফিটনেস।
মনে মনে ভাবছেন এতো কিছু আপনি কোথা থেকে আনবেন এতো কিছুর প্রয়োজন নেই। কিন্তু আপনি যদি প্রথম দেখাতেই মেয়েকে পটাতে চান তাহলে যতটুকু পান নিজের মধ্যে নিয়ে আসুন। কারণ মেয়েরা প্রথমেই একটা ছেলের মধ্যে এগুলোই দেখে। আপনি যত বেশি চকচক করবেন মেয়েরা ততবেশী আপনার উপর ঝাপিয়ে পড়বে। আপনার মানি ব্যাগে টাকা আছে না নাই সেটা পরের কথা।
পয়েন্ট নাম্বার -২: নলেজ। আপনার সাথে মেয়ের যেখানেই দেখা হোক না কেন মেয়ে আপনার সাথে কথা বলবেই। শুধু বলবেই না ইমপ্রেস হয়ে যাবে যদি আপনি কয়েকটা জিনিস ফলো করেন। প্রথমত: খেয়াল করবেন সে কোন কালারটা বেশি ইউজ করছে। হাতের ঘড়ি, গায়ের জামা, হ্যান্ডব্যাগ, ফোনের কাভার, পায়ের জুতা এগুলোর মধ্যে সে যেই কালারটা সবথেকে বেশি ইউজ করছে সেটি দেখে বুঝবেন তার পছন্দের কালার কি?
আর বলে ফেলুন তার পছন্দের কালার এটা তাই না। সে যদি ছোট বাচ্চার সাথে মজা করে তাহলে বুঝবেন সে অনেক চঞ্চল এগুলো তাকে বললে মেয়ে নিমিয়েই চমকে যাবে। আর আপনাকে ম্যাজিক্যাল বয় ভাববে তবে আপনি তাকে একটু সময় ফলো করে তার সব তথ্য জেনে তাকে পটাতে পারেন। এতে মেয়ে ভাববে আপনার নলেজ ভালো এমন ছেলে মেয়েরা হাত ছাড়া করতে চায় না।
পয়েন্ট নাম্বার -৩: টাকা! কি অবাক হচ্ছেন। আজ আমি টাকার কথা কেন বলছি। ভাই! আপনা এটা মানতেই হবে যে তাৎক্ষনিক মেয়ে পটাতে গেলে আপনার টাকা থাকতেই হবে। যদিও সব মেয়েরা প্রথমে টাকা দেখে না আপনার কথায় প্রেমে পড়ে যায়। কিন্তু সেটা কতদিন, কতদিন সেই মেয়ে আপনাকে নিজের টাকা খরচ করে খাওয়াবে, নিজেই ফোন দিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলবে। দু চারদি কথা বলার পরেই কেটে যাবে আর আপনার টাকা আছে শো আপ করুন দেখবেন মেয়ে তো পটবেই সাথে তার বান্ধবীরাও ফ্রিতে পটে যাবে। রেস্টুরেন্টে খাওয়া, পার্কে পার্কে ঘোরা, ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলা, সারাক্ষণ মজা মাস্তিতে থাকা মেয়েরা এগুলোই চায়। কি বিশ্বাস হচ্ছে না।
যারা রিলেশন করেছেন তারা বুকে হাত দিয়ে একবার ভাবুন তো যে আপনার গার্লফ্রেন্ড কি জন্য ব্রেকআপ করেছে। ঝগড়া ঝাটি করে সেটা তো নামে মাত্র, আসল কারণটা তো অন্য কোথাও, কারণ যেটাই হোক একা একা অনেক কেঁদেছেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোনো আলোচনা নিয়ে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই।