আজকের এই আলোচনাতে আমি ছেলেদের আচার আচারণ নিয়ে কথা বলবো। যেই আচারণগুলো যেকোন মেয়ের সাথে করলে সে আপনার উপর এতোটাই খুশি হবে যে আপনি তাকে যেটা বলবেন সে দুচোখ বন্ধ করে সেটাই শুনবে। তো চলুন কথা না বাড়িয়ে ছেলেদের যে আচারণগুলোতে মেয়েরা খুশি হয় তা দেখে নেওয়া যাক।
নাম্বার -১: হাত বাড়িয়ে হেল্প করা: জানু, তুমি তো জানই মেয়েরা ফ্রিতে খাওয়া দাওয়া থেকে শুরু করে কিনা-কাটা এবং বাম্পার অফারে আফ্রিকার জঙ্গলেও যাওয়ার কথা শুনলে খুশিতে আত্বহারা হয়ে যায়। সেখানে আপনি যদি তাকে ফ্রিতে হেল্প করবেন তাহলে ভাবেন, আপনাকে কোন ব্রেন্ডের কমলা খাওয়াবে। সরি একটু মজা করলাম আসলে মেয়েদের হাত বাড়িয়ে হেল্প করার মানে হলো যেমন ধরুন: সে কোথাও যাওয়ার উদ্দেশ্যে বাহিরে বিক্সার জন্য অপেক্ষা করছে আপনি এটা দেখে একটা রিক্সা ডেকে দিলেন। অথবা সে আপনার সাথে রিক্সাই উঠার সময় আপনি তার হাতটা ধরলেন।
এরকম অল্প সময়ের মিষ্টি আচারণ গুলোতে মেয়েরা অনেক খুশি হয়। তাই মেয়েদের খুশি রাখতে এরকম হাত বাড়িয়ে হেল্প করুন। আর আমাকে খুশি করতে চাইলে আলোচনাটিতে শেয়ার এবং কমেন্ট করে জানিয়ে দেন যে আপনি আমার পাশে আছেন।
নাম্বার -২: আত্মার পিরিত: কথাটি হয়তো অনেকেই শুনেছেন যে প্রকৃত ভালোবাসাকে আত্মার পিরিত বলা হয়। আর এই প্রকৃত ভালোবাসা ছেলেদের কিছু আচার আচারণের দ্বারা প্রকাশ পায়। যেমন: গার্লফ্রেন্ড বা প্রিয় মানুষটিকে খাবার উঠিয়ে খাওয়ানো। তার কাছ থেকে খাইয়ে নেওয়ার জেদ করা। তুমি না খাওয়াই দিলে আমি একটুও খাবোনা।
অথবা আপনাকে নিয়ে সে কোন কিছু কিন্তে গেল তাহলে সেখানে আপনি তাকে সেই জিনিষটি পছন্দ করতে হেল্প করলেন। যেমন: ওটা নয় এটা তোমাকে অনেক মানাবে। এটা পরে তো তোমাকে পরির মতো লাগছে। যদি সে ছোট ছোট কোন জিনিষ কিনে যেমন: চুরি, আংটি, চশমা এরকম কিছু তাহলে আপনি তাকে নিজের হাতে সেগুলো পড়িয়ে দিলেন। ঠিক এরকমি আচার আচারণগুলো মেয়েরা প্রতিটি ছেলেদের মাঝেই আশা করা।
নাম্বার -৩: ইজি বা সহজ। বন্ধুরা, ইজি বলতে যেই ছেলে তার প্রিয়তমার সাথে সহজেই সব কিছু করতে পারে যেকোন কথা শেয়ার করতে পারে বিনা দ্বিধায়। বন্ধু-বান্ধবীদের কাছে আগ্রহে তার গার্লফ্রেন্ডকে তাদের সাথে পরিচয় করিয়ে দেয় কোন দ্বিধাদন্দ ছাড়াই। এরকম ছেলেদের মেয়েরা সারা জীবনের সঙ্গী ভাবে। কারণ এরকম আচারণ শুধুমাত্র প্রকৃত ভালোবাসার মানুষই করতে পারে। আর যারা ফাকিবাজ তারাতো কাউকেই জানাতে দিবেনা।
এমন কি তার হাতের ফোনটা পর্যন্ত ধরতে দিবেনা সারাক্ষণ পাশ কাটিয়ে যাবে। তাই ইজি ফিল করা ছেলেদের মেয়েরা মন থেকেই অনেক ভালোবেসে থাকে। তো বন্ধুরা আমি তোমাদের প্রিয়তমা এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী নতুন আলোচনাতে আবারো দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউ গাইস।