কোনো কিছুই তোমাকে দমে রাখতে পারবে না

কোনো কিছুই তোমাকে দমে রাখতে পারবে না : When you focus on problems, you will have more problems. When you focus on possibilities you will have more opportunities. আমাকে বলো তোমার সমস্যা কি? এমন কোন কোন জিনিস যা তোমাকে আটকে দিচ্ছো। এমন কোন কারণ গুলোর জন্য তুমি তোমার প্রতিজ্ঞা গুলোকে ভেঙ্গে দিচ্ছো। নিজের ভবিষ্যতকে অন্ধকার করছো নিজের ক্যারিয়ারকে নষ্ট করছো এমন কি কারণ কি সমস্যা। আর্থিক প্রোবলেম নাকি তুমি ক্লান্ত হয়ে গিয়েছো। নাকি তোমার মন তোমাকে করতে দিচ্ছে না। নাকি তুমি হার মেনে নিয়েছো তোমার অভ্যাসগুলোর কাছে।

বন্ধু বাহানা বানানো অনেক সহজ হয়। কোনো কিছু না করার একটা কারণ খুঁজে পাওয়া যায়। তোমার মন এতে খুশি হয়ে যায় কিন্তু তোমার জীবন এতে পিছিয়ে যায়। জীবন বয়ে চলে যায় ভাগ্যকে দোষ দিতে দিতে। আর ভাগ্য একমাত্র পরিবর্তন হয় তোমার করা কর্মের মাধ্যমে। জীবন বদলানোর মতো যদি কোনো ডিসিশন তুমি না নাও কোনো কাজ যদি তুমি শুরু না করো তাহলে একটা না হাজারটা বাহানা পেয়ে যাবে হাজারটা কারণ পেয়ে যাবে। এই সমস্যা ওই সমস্যা একটা দুটো না না জানি আরও কত সমস্যা দেখ আমি তোমাকে এটা বলছি না যে তোমাকে দুনিয়ার সবথেকে সফল মানুষ হতে হবে।

তবে তোমার জীবনে কোনো একটা সফলতা অবশ্যই অর্জ করতে হবে। যদি তোমার জীবনে কোনো একটা লক্ষ্য থাকে যদি তোমার জীবনে কোনো একটা উদ্দেশ্য থাকে তাহলে সারা দুনিয়ার পজিটিভ এনার্জি তুমি তোমার জীবনে পেয়ে যাবে। কিন্তু যদি তোমার জীবনের কোনো লক্ষ্য না থাকে তোমার জীবনের কোনো উদ্দেশ্য না থাকে তাহলে সমস্ত রকম নেগেটিভ এনার্জি গুলোকে তুমি এট্রাক্ট করবে ছোট ছোট কাজে তুমি হেরে যাবে। অল্পতে তুমি ক্লান্ত হয়ে যাবে তোমার ভিতরে অলসতা বাড়তে থাকবে।

নিজের জন্য একটা লক্ষ্য বানাও নিজের জীবনের জন্য একটি উদ্দেশ্য তৈরি করো। একটি সফল উদ্দেশ্যর জন্য এগুলো কতটা ইমপোরটেন্ট সেগুলো একবার বোঝ। আমি জানি না তুমি তোমার জীবনকে উপভোগ করছো নাকি সেটাকে শুধু কাটিয়ে যাচ্ছো। কিন্তু এমন কোনো একটা বাহানা এমন কোনো একটা কারণ খুঁজে বার করো যার মধ্য দিয়ে তুমি তোমার জীবনকে বাঁচার মতন করে বাঁচতে পারবে। তোমার স্বপ্নগুলোকে সত্যি করতে পারবে। তোমার ইচ্ছাগুলোকে পূরণ করতে পারবে।

এখানে ভীষণ ভীড় লাখো মানুষের লাইন কিন্তু তার  মধ্যে তোমাকে কিভাবে চেনা যাবে তোমার পরিচয় কিভাবে আলাদা হবে। কিন্তু তুমি সেগুলো করতে চাইলে অবশ্যই সম্ভব হবে। এই ভীড়ের মধ্যে ভুল রাস্তা দেখানোর লোক তুমি অনেক পাবে। কিন্তু সঠিক রাস্তা দেখানোর লোক খুব কম কোন এক আধ জনকে তুমি খুঁজে পাবে। তুমি ওলরেডি তাকে খুঁজে পেয়েছো কারণ সে তোমার ভিতরে আছে। শোন তার আওয়াজটিকে অনুভব করো তোমার ভিতরে তার উপস্থিতিকে এবং তার দেখানো পথে। যদি তুমি পথ চলো তাহলে তোমার জীবন তোমার ভাবনার থেকেও অনেক বেশী সুন্দর হয়ে উঠবে। তোমার স্বপ্ন আর বাস্তবতার মধ্যে যে দুরত্বটা আছে সেটা একমাত্র কম হতে পারে তোমার নেওয়া একশ্যানের মাধ্যমে। Take action take responsibility change your life.

Leave a Comment