যেভাবে আপনি আপনার একাকীত্ব কাটিয়ে উঠবেন: আজ তুমি একা অনুভব করছো। আজ হাজার ভিড়ের মধ্যে থেকেও তুমি একাই জীবনে চলছো। আজ হয়তো খারাপ লাগছে তোমার। অন্যদের সামনে কত আনন্দে দেখে। কত খুশিতে দেখে। আজ প্রতিটা মুহূর্তে তুমি ভাবছো হয়তো এবার কেউ ডাকবে আমাকে পিছন থেকে। যার কাছে চলে যাবো আমি ছুটে। জীবন হয়ে উঠতে পারে নিষ্ঠুর। জীবন হয়ে উঠতে পারে ক্ষমাহীন। যদি তুমি আমার কাছে এক কথায় জানতে চাও। পার্থক্য একজন মহান মানবের এবং আরেক জন মাঝারী মানবের। পার্থক্য একজন সফল মানবের এবং একজন অস্তিত্বহীন মানবের। একটাই শব্দ একটাই গুণ পার্থক্যটা বুঝতে সৃঙ্খল।
যদি তোমার মধ্যে সৃঙ্খলা না থাকে তাহলে তুমি ভুলতে পারো তোমার মহত্ব। তুমি ভুলতে পারো তোমার সফলতা। তুমি ভুলতে পারো তোমার মুক্তি। আজ আমি পুরো একা প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে যেন আমি আর এগোতে পারবো না। দোষ দিচ্ছি নিজের ভাগ্যকে যে ভাগ্যটাই হয়তো খারাপ। জানি কিভাবে দূর করবো এই একাকীত্ব। জানি না কবে মিটবে আমার এই একাকীত্ব। যখন তোমার আশেপাশের সবাই একটা গড় পত্তার জীবন যাত্রা বেছে নেবে। তখন সৃঙ্খলাই তোমার দিকে সাহায্যের হাত বাড়াবে।
যখন তুমি যন্ত্রণায় বিদ্ধস্থ কারণ জীবন কখনো সেটা দেয় না যেটা তুমি চাইছো। এটা তোমাকে সেটাই দেয় তুমি যেটার যোগ্য। জানি চিনতে পারছে না এই দুনিয়া আমাকে। জানি প্রতিটা বন্ধুও আমাকে useless ভাবছে। আজ এই ভীড়ের মাঝে আমাকে বেঁধে রেখেছে আমার একাকীত্ব। যে প্রতি মুহূর্তে আমাকে বোঝাচ্ছে যে তুই একা তোর দ্বারা কিচ্ছু হবে না। অন্যদের দেখ তারা কত সুখে আছে কত শান্তিতে আছে। আজ দুঃখ কষ্ট নিয়ে বয়ে যাচ্ছি সমুদ্রের স্রোতে তাও কেউ দেখতে পাচ্ছে না কেন? কেউ আসছে না কেন? কেউ বলছে না কেন আমি আছি তোর সাথে তোর এই যুদ্ধে। যন্ত্রণা সইতে তুমি চলতে থাকো তোমার প্রকৃত উন্নতির স্বার্থে।
যখনি যন্ত্রণা তোমার বুকে আঁছড়ে পড়বে এটার অর্থ হল সময় এসেছে তোমার প্রকৃত চরিত্রের প্রমাণ দেওয়ার। তাই প্রমাণ দাও তোমার প্রকৃত চরিত্রের। সৃঙ্খলাবদ্ধ থাকো ভিতর থেকে শক্তিশালী থাকো। যখন তোমার মনে হয় এটা সম্পূর্ণ আশাহীন যন্ত্রণার সহিত টিকে থাকো। কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না। যদি তুমি কোনকিছুর জন্য না থামো। কোন কিছুর জন্যই থেমে যেওনা কখনোই নিজের সৃঙ্খলাকে ভেঙ্গো না। নিজের প্রতি এবং নিজের দৃষ্টির প্রতি সর্বদাই বিস্তস্থ থাকো।
এই সমুদ্রের স্রোত আমাকে কোনদিনও ভাসিয়ে নিয়ে যেতে পারবে না। এই সমুদ্রের স্রোতি আমাকে তৈরি করবে। আজ আমার এই একাকীত্বই আমাকে চিনিয়ে দিয়েছে। আর আজ আমি ধন্যবাদ জানাচ্ছি এই একাকীত্বকে। কারণ আজ আমি একা তাই বুঝেছি আজ আমার নিজের মর্ম। তাই আমি বুঝেছি আজ আমি কি করতে পারি এই জীবনে। দেখাও তোমার প্রকৃত চরিত্র সর্বদাই সৃঙ্খলাবদ্ধ থাকো। ভেতর থেকে শক্তিশালী হও কখনোই বলো না কেন এত যন্ত্রণা। কখনোই বলো না হে ঈশ্বর কেন আমি? উচ্চস্বরে বলো অবশ্যই আমি। আমার দ্বারা সম্ভব। গর্জিত কন্ঠে বলো আমার কাছে যথেষ্ট রয়েছে দাও যতখুশি কষ্ট দাও যতখুশি যন্ত্রণা। যন্ত্রণার আগুন বুকে নিয়ে তুমি টিকে থাকো।
যখন তোমার কাছে মনে হয় এটা সম্পূর্ণ আশাহীন। যখন কোন রকম ফলাফল তোমার নজরে আসে না। ঠিক তখনি তুমি তোমার সর্বোচ্চটাকে নিকড়ে দাও। আজ সবাই দুরে চলে যাচ্ছে। আজ মনে পড়ছে না কারোর আমার কথা। আজ ভেসে যাচ্ছি আমি এই সমুদ্রে। আর এই স্রোতে আমাকে আমার লক্ষ্যে নিয়ে যাবে। আজ আমি একা কিন্তু আজ আমি ডুববো না এই স্রোতে। আমি ভেসে থাকবো ততক্ষণ যতক্ষণ আমি আছি আমার সাথে। আর তাদের সবাইকে দেখিয়ে দেবো যে আমি একা নই। আমি একা নই। আমি আছি আমার সাথে। আর তোমার সময় আসবে। আসবেই! অবশ্যই আসবে!