দরকার নেই আর-তার ওই মিথ্যা ভালোবাসার

 দরকার নেই আর-তার ওই মিথ্যা ভালোবাসার: দরকার নেই তোর প্রেমের, এতটা দিন পেরিয়ে গেল কাঁদতে কাঁদতে ওকে ভূলে যাবো এই কথাটা ভাবতে ভাবতে কারো সাথে কিছু বলতে গেলেই মুখে শুধু ওর কথা চলে আসে যখনেই চেষ্টা করি ওকে ভুলে যাওয়ার ঠিক তখনই ও চলে আসে। ওর নাম্বার ডিলেট করে দেখেছি ফেসবুক হোয়াটআপস এ ওকে ব্লগ করে দেখেছি কিন্তু আমি ওকে ছাড়া থাকতে পারছি না। এই কথাটা আমি ওকে কিভাবে বুঝাবো চোখের পানি ফেলে ওকে অনেক বুঝিয়েছি যে আমি ওকে অনেক ভালবাসি কিন্তু তবুও ও আমার ভালবাসাটাকে বুঝেনি। আমার ভালবাসার কোন গুরুত্ব নেই ওর কাছে।

এখন আমি কি করবো? ওর হাতে পায়ে ধরে ওকে বুঝানোর চেষ্টা করবো নাকি ওকে ছেড়ে অনেক দূরে গিয়ে বিষ খেয়ে মরে যাবো। এই শূন্যতা এই একাকিত্বতা আমি আর সহ্য করতে পারছি না। ওর স্মূতিগুলো আমাকে পাগল করে তুলেছে। ওকে ছাড়া আমি মনে হয় আর বাঁচবো না। হে আল্লাহ! আমাকে তুমি রক্ষা করো। এই অবস্থায় আর কটাদিন থাকলে আমি মনে হয় সত্যিই মরে যাবো। আমি মরতে চাই না। আমি বাঁচতে চাই। আমি ওর প্রেমের আগুনে আর পরতে চাই না। আমি শুধু ওকে ভূলে যেতে চাই।

ওর খারাপ ভালো সব কথা ওর জন্য আমার মনের ব্যাথা আমি সবকিছুই ভুলে যেতে চাই। ওর সাথে কাটানো প্রতিটি দিনরাত ওর হাতের উপর আমার হাত আমি প্রত্যেকটা জিনিস ভুলে যেতে চাই শুধু ভুলে যেতে চাই। হে আল্লাহ! আমাকে শক্তি দাও। আমি এই সব জিনিস ভুলে গিয়ে অনেক বড় হতে চাই। আমি জানিনা ভবিষ্যতে কি হবে আর এখন আমার কি করা উচিৎ। আমি শুধু জানি ওকে আমার ভুলতে হবে ভুলতে হবে ভুলতে হবে। ‍আবে চুপ! ভালবেসে ছিলিসনা পুরুষের মতো তো এখন বাচ্চাদের মতো কেনো কাঁদছিস। মরে যাবো, মরে যাবো, মরে যাবো এসব উল্টো পাল্টা কথা কোথা থেকে আসে তোর। তোর মতো অকেজো ছেলে মরে গেলে আজকের যুগে কারও কিছুই  যায় আসে না।

প্রত্যেক দিন কতনা কত কুত্ত্বা মরে যাচ্ছে। তার জন্যে এই সমাজের কোন কিছুর ক্ষতি হয় না। কিরে খুব খারাপ লাগলো কথাটা শুনতে তাই না। Insult feel hockey? তোর সাথে একটা পশুর তুলনা করলাম তাই। তো তুই যে বললি না বিষ খেয়ে মরবো। তো এই কাজটা একটা জানোয়ার এর মতোই কাজ। পশুদেরকে আমরা লাথি মেরে তাড়িয়ে দেই কিন্তু তারা সবকিছু ভুলে গিয়ে আবার ফিরে আসে আমাদের কাছে। তুইও তো সেটাই করতে চাইছিস তাই না। তো তুই ভাব তোর মধ্যে আর পশুর মধ্যে পার্থক্যটা কোথায়? ও ওর জীবন থেকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। এটা তুই ভুলে যা কারণ তুই তো পশু। কেউ যদি বলে তোর দ্বারা আর কিছুই হবে না তাহলে তুই তার কথাটাই ভুলে যা। কেউ যদি তোর ফ্যামিলিকে গালাগালি করে তাহলে তুই সেটাও ভুলে যা। হ্যা তুই পশুর মতো সব কিছু ভুলে যা। আর একদিন পশুর মতই মারা যাস।

এতকিছু হওয়ার পরে যদি নিজের ‍উপর ভরসা থাকে তাহলে ভাববি তুই দুর্বল নও। তোকে কিছুই ভুলতে হবে না। তুই সব কিছু মনে রাখবি তুই শুধু নিজের ভরসাটাকে নিজের সাথে রাখবি। আরে তুই ওকে মনে রাখবি তাহলে তো তুই জীবনে বড়ো কিছু করতে পারবি। ওরি জন্যই চোখের সামনে তুই নিজের সম্রাজ্য গড়ে তুলবি। আর এসব ছুটো ছুটো কষ্ট গুলোকে সয়ে নিতে শেখ। কারণ তোর সামনে এখনো পরে রয়েছে যুদ্ধক্ষেত্র। ওর দেয়া কষ্টগুলোকে দিয়ে সিড়ি বানিয়ে সবার উপরে উঠে যা। মনে রাখবি তোর ভিতরে ওর প্রতি ঘূণার আগুন যেন জ্বলতে থাকে। ওর প্রত্যেকটা স্মূতি তুই মনে রাখবি। ও তুকে অবহেলা করেছে তাই না।

এই অবহেলা টাকেই তুই নিজের শক্তি বানিয়ে তোল। নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যা যেন ওর মধ্যে আর তোর মধ্যে পার্থক্য করতে গেলেও হাসি পায়। ওর অবহেলা আর তোর ক্ষমতার মধ্যে ও যেন একটা পার্থক্য বুঝতে পারে। তুই সত্যিকারের ভালবেসেছিস তাই তুই হলি ভালবাসার হিরো। ও তোর ভালবাসাকে নিয়ে খেলেছে।

তাই তোর সামনে ও হবে জিরো। দেখিস একদিন নিজের ভুল বুঝতে পেরে কাদতে কাদতে ও তোর কাছে আসবে। সেদিন ওর দিকে তাকিয়ে শুধু তুই না সারা পূথিবীটাই হাসবে। তখন তুই ওকে বলিস কাছে নারে একটু দূরে সরে যা। আমার পাশে এসে দাড়ানোর মতো নেই তোর যোগ্যতা। আজও দেখছি আগের মতোই ভাল একটিং করিস। তোর বরের যদি চাকরীর দরকার হয় তাহলে আমাকে বলিস তোর সাথে ফালতু বকে সময় নষ্ট করবো না। আমি জানি তুই কি চাস। যাওয়ার সময় দরজাটা বন্ধ করে যাস। ওকে ফেসবুক হোয়াটসআপ থেকে ব্লগ করার দরকার নেই। কারণ তুই যত ডিপি চেন্স করবি ওর ততই জ্বলবে । তোর স্টাটার্স যতই হাই হতে শুরু করবে ওর ততই  ফাটতে শুরু করবে। আর শুন তুই এবারে কান্নাটা বন্ধ কর। কারণ Real hero  রা কোনদিন কাদে না। চল ইনজয় কর নিজের জীবনটাকে।

Leave a Comment